“এগিয়ে যাক প্রাণের ডিমলা,সমৃদ্ধ হোক সোনার বাংলা” এই স্লোগানে নীলফামারীর ডিমলা উপজেলার বিজয় চত্বরে যুব আলো পাঠাগার এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “আগামীর ডিমলা কেমন দেখতে চাই” এই প্রতিপাদ্য সামনে রেখে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নিয়ে “রচনা ও কুইচ প্রতিযোগিতা ২০২৩ খ্রি: আয়োজন করা হয়।
মঙ্গলবার(২১ মার্চ)বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার বিজয় চত্বরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে সংগঠনটি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করে।এসময় কুইচ প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেন মাহিয়া রহমান মেধা ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,২য় স্থান ওয়াসি ফাইয়াজ জামিম ডিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ৩য় আব্দুল মতিন আলিফ ডিমলা রাণী বৃন্দারাণী সরকারি উচ্চ বিদ্যালয়।কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন আরমিন হোসেন দিশা (অষ্টম শ্রণি) ডিমলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ২য় স্থান আব্দুল মতিন আলিফ (দশম শ্রেণি)ডিমলা রাণী বৃন্দারাণী সরকারি উচ্চ বিদ্যালয়,৩য় সাবিনা ইয়াসমিন(দশম শ্রেণি)ডিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
এসময় যুব আলো পাঠাগারের সভাপতি সেকেন্দার আলী বাদশার সঞ্চালনায় ও যুব আলো পাঠাগার ও সহকারী পরিচালক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর (অব:)শামসুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগ ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম,মোখলেছুর রহমান অধ্যক্ষ ডিমলা সরকারি মহিলা কলেজ,
,ফেরদৌস পারভেজ সদস্য জেলা পরিষদ নীলফামারী,সামছুল হক সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ডিমলা,এ এইচ এম ফিরোজ চেয়ারম্যান ৩নং ডিমলা ইউপি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবু সায়েম সরকার আহবায়ক ডিমলা উপজেলা শাখা,সহিদুল হক সহকারী লাইব্রেরিয়ান জেলা সরকারি গণগ্রন্থাগার নীলফামারী, সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, অভিভাবক, শিক্ষক।