অলিউল্লাহ্ ইমরান, বরগুনাঃ বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গাবতলা এলাকার ঐতিহ্যবাহী চরকগাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল থেকে মাদ্রাসা মিলনায়তন কষ্টে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এসময় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বুড়িরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান মজনু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আঃ শাকুর ও মিজানুর রহমান। অনুষ্ঠানের শেষের দিকে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতাড়ন করা হয়েছে। এবং দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এসময় উপস্থিত ছিলেন, মাদ্রসার দাতা সদস্য মৌলভী আঃ রব, চরকগাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মুফতি নেছার উদ্দিন, বর্তমান সহকারী অধ্যাপক আঃ হালিম, সহকারী অধ্যাপক মাওলানা ওমোর ফারুক, ইংরেজি প্রভাষক মিজানুর রহমান মিরাজ, আরবি প্রভাষক আবু সালেহ, সহকারী শিক্ষক খলিলুর রহমানসহ অন্যান্য শিক্ষক বৃন্দ, ফাজিল প্রথম বর্ষের ছাত্র অলিউল্লাহ্, রায়হান মাহদী, হাফিজ আল আসাদ নোমান, হাওলাদার সোহাগসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ প্রমুখ।