কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আগামী নির্বাচনে নৌকা একা চলতে পারবে না। গামছা ছাড়া নৌকার কোনো উপায় নেই।
মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ এ জনসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলার বহুরিয়া ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মো. শাহজাহান মিয়া।
কাদের সিদ্দিকী বলেন, আমি ইচ্ছা করলে বঙ্গবন্ধুর সময় ১৯৭২ সালে মন্ত্রী হতে পারতাম, আমি ইচ্ছা করলে এরশাদের সময়ে মন্ত্রী হতে পারতাম, আমি ইচ্ছা করলে খালেদা জিয়ার সময়ও মন্ত্রী হতে পারতাম। এখনো আমার বোইনেরে (শেখ হাসিনাকে) বললে তিনি আমাকে মন্ত্রী বানাবেন। কারণ আমি ভাঙা হাটে কখনো যাই না, ভাঙা হাটে সদাই করি না।
তিনি বলেন, নৌকা মার্কা আগে আমাদের ছিল (যখন মাওলানা ভাসানী ছিলেন), এখন নৌকা হয়ে গেছে গোপালগঞ্জের, ধানের শীষ মার্কা হচ্ছে বগুড়ার, লাঙ্গল মার্কা হচ্ছে রংপুরের আর গামছা মার্কা হচ্ছে টাঙ্গাইলের। আমাদের উচিত নৌকা, ধানের শীষ ও লাঙ্গল মার্কায় ভোট না দিয়ে গামছা মার্কায় ভোট দেওয়া।
দ্যা মেইল বিডি/এইচএসএস