নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় মাতৃ স্বাস্থ্যের উন্নয়নে কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে – ” স্বাস্থ্য সেবা প্রচারণা সপ্তাহ ” এর পঞ্চম দিনের কর্মসূচি হিসেবে ২১ মার্চ ২০২৩ ইং (মঙ্গলবার) বেলা ১০ ঘটিকার সময় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলার সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব, ডা. মোঃ আব্দুল হামিদ। তিনি মাতৃ স্বাস্থ্যের উন্নয়নের গুরুত্ব ও সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি’র তথ্য তুলে ধরে বিশদ আলোচনা করেন।
এছাড়াও বক্তব্য রাখেন রহনপুর পৌরসভার মেয়র জনাব, মোঃ মতিউর রহমান খাঁন।কর্মশালায় সভাপতির সমাপনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব, আসমা খাতুন। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা /কর্মচারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মশালা শেষে গত ২০ মার্চ অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই ও সনদ পত্র প্রদান করা হয় ।
পুরস্কার বিতরণ পর্বে বিজয়ী ছাত্র/ছাত্রীদের স্কুলের প্রধান শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব, মোঃ হেলাল উদ্দিন।
দ্যা মেইল বিডি/এইচএসএস