নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাইটকা পাড়া কমিউনিটি ক্লিনিক এর কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার (২১ মার্চ) সরজমিনে দুপুর ১ টায় ৩০ মিনিটে ওই কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায় দুপুর ১ টায় ৩০ মিনিটের আগেই ক্লিনিক বন্ধ করে চলে যায় ওই ক্লিনিকের সিএইচসিপি রেজাউল হক চৌধুরী।
ওই এলাকার স্থানীয় আব্দুল লতিফ জানান সিএইচসিপি রেজাউল হক ক্লিনিকে আসেন নিজের খেয়াল খুশিমত এবং দেড়টা বাজার আগেই প্রতিনিয়ত চলে যান তাই আমরা কাঙ্খিত সেবা পাই না। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান সরকার ওনাদের বেতন দেন সঠিক ভাবে ডিউটি করার ওনারা তা না করে আগেই ক্লিনিক বন্ধ করে চলে যায় ফলে অনেক রোগী সেবা নিতে এসে ফিরে যায়। অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে একই অবস্থা আমরা এর সুষ্ঠু সমাধান চাই।
সিএইচসিপি রেজাউল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,আমি আজকে ১ টায় ৩০ মিনিটে অফিস বন্ধ করে চলে আসি। যে বেতন পাই তা দিয়ে আমার সংসার চলেনা এসব নিয়ে লেখেন।
এ বিষয়ে নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. মোঃ হাসিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,সকাল ৯ টা থেকে দুপুর তিনটা পর্যন্ত ক্লিনিক খোলা থাকবে এটাই নিয়ম,আমি বিষয়টি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করব।