গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয় সমাজকল্যাণ মন্ত্রানালয় কর্তৃক পরিদর্শন করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রানালয়ের উপসচিব মো: এরশাদ হোসেন খান বিদ্যালয়টি পরিদর্শন করেন।
পরিদর্শনে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থী,অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যেশে বিভিন্ন পরার্মশ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন সমাজকল্যাণ মন্ত্রানালয়ের উপসচিব মো: এরশাদ হোসেন খান, নওগাঁ জেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন প্রমূখ।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক,কর্মচারি, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্যা মেইল বিডি/এইচএসএস