দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

অলিউল্লাহ্ ইমরান, বরগুনাঃ বরগুনায় মুজিব বর্ষ উপলক্ষে নির্মিত আশ্রায়ণ- ০২ প্রকল্পের উপকারভোগীদের নিকট মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস কনফারেন্স করছে জেলা প্রশাসক।

সোমবার (২০ মার্চ) সকাল এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

প্রেস রিলিজে জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, আশ্রায়ণ-০২ বরগুনা জেলার সকল উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের কাজ চলমান রয়েছে। ১ম পর্যায়ে ২৩২টি, ২য় পর্যায়ে ৯৭৬টি, ৩য় পর্যায়ে
৮১৭টি এবং ৪র্থ পর্যায়ে ৩৮৮টিসহ সর্বমোট ২৪১৩টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এ জেলায় মোট বরাদ্দকৃত ৩২৪৪টি গৃহের
মধ্যে ইতোপূর্বে ১৮৬২টি ঘরের উদ্বোধন করা হয়েছে। অবশিষ্ট গৃহের মধ্যে আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ৩য় পর্যায়ের ১৬৩টি এবং ৪র্থ পর্যায়ের ৩৮৮টি সহ মোট ৫৫১টি জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এছাড়াও বর্তমানে ৮৩১টি গৃহের নির্মাণ কাজ চলমান রয়েছে, যা পরবর্তীতে উদ্বোধন করা হবে।

তন্মধ্যে বামনা উপজেলায় ৩য় পর্যায়ের ৯২টি গৃহ উদ্বোধনের মধ্য দিয়ে বরগুনা জেলার প্রথম উপজেলা হিসেবে ভূমিহীন ও
গৃহহীনমুক্ত উপজেলা হতে যাচ্ছে ।

প্রেস রিলিজে তিনি আরো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ২২ মার্চ রোজ বুধবার বরগুনা জেলার সকল উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের নিকট ৩য় ও ৪র্থ পর্যায়ের ৫৫১টি জমিসহ ঘর হস্তান্তর
কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। একই সাথে বামনা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন। এ অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছে জেলা প্রশাসক হাবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে, নির্বাহী ম্যাজিস্ট্রেটগন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্ঠু, চিত্ত রঞ্জন শীল, মনির হোসেন কামাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, হাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফসল পাটোয়ারি, সাধারণ সম্পাদক ইমরান টিটু, সাংবাদিক জাহাঙ্গীর কবির মৃধা, কেসব, শাহ্ আলী, মালেক মিঠু, শহিদুল ইসলাম সপ্ন, সাইফুল ইসলাম মিরাজ, মহিউদ্দিন অপু, অলিউল্লাহ্ ইমরান, জাহিদুল ইসলাম মেহেদী, কাসেম হাওলাদার, সাগর আকন, জুলহাস আহমেদ, অনিক, আসাদুল ইসলাম সবুজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version