দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি-

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রবাহী বাস ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নুসরাত জাহান তন্বী (১৫) নামে এক স্কুল ছাত্রী নিহত ও ২জন আহত হয়েছে। আহতরা হলেন, উপজেলার জাটিয়া গ্রামের ফখর উদ্দিনের ছেলে রাকিব (২২) ও সোহাগী বৃ-কাঁঠালিয়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী মরিয়ম (৪০)।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে  আশংকাজনক অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের  আশ্রবপুর মসজিদ সংলগ্ন স্থানে অটোরিক্সার সাথে ময়মনসিংহগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তন্বী ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী।

সে আশ্রবপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে । দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী গাছের গুড়ি ফেলে আধা ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসন রাস্তার ব্যারিকেড সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ সুদীপ্ত প্রিয়ন্তী বাসসহ ঘাতক চালক জহুরুল হককে আটক করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া বাসটি জব্দ করা হয়েছে। পাশাপাশি চালককেও আটক করা হয়েছে। এ বিষয়ে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চলাচলের উপযোগী করে দেওয়া হয়। হারুয়া বাজার সংলগ্ন এলাকাটি অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকাবাসীর জায়গাটিতে স্পিড ব্যাকার দেওয়ার দাবি জানিয়েছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছি। তন্নীর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আহতদের সুস্থতা কামনা করছি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version