আরিফুর রহমান, নলছিটি।।
সার্বিকভাবে ধান উৎপাদন বাড়াতে আউশের আবাদে উদ্বুদ্ধ করতে প্রণোদনা কর্মসূচির আওতায় ঝালকাঠির নলছিটিতে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
প্রণোদনার আওতায় একজন চাষি আউশ ধান চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন।
সোমবার বেলা ১১টায় কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লষ্কর, উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইলিয়াস হোসেনসহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।