ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে মঞ্চ ভেঙে পড়ার খবর তোলপাড় করেছিল দেশজুড়ে। কিছুদিন আগে চট্টগ্রামে ওবায়দুল কাদেরের এক অনুষ্ঠানে দরজা ভেঙে নেতাকর্মীদের আহত হওয়ার খবরের রেশ এখনও কাটেনি। এরমধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে আলোচিত আইনজীবী ব্যারিস্টার ব্যারিস্টার সায়েদুল হক সুমনের মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটল।
ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে। ফুটবল খেলতে এসে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে যান ব্যারিস্টার সুমন।
রোববার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার সোনারং পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মুহূর্তে ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে৷ এতে দেখা যায়, বিকেলে সোনারং উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মুন্সিগঞ্জ রিপোর্টার ইউনিটির প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে মঞ্চে বক্তব্য রাখছিলেন ব্যারিস্টার সুমন। এসময় উৎসুক জনতার একাংশ মঞ্চে উঠে গেলে মঞ্চটি ভেঙে পড়ে।
দ্যা মেইল বিডি/এইচএসএস