শুভ তংচংগ্যা, বান্দরবান জেলা প্রতিনিধি: গত ১৭ মার্চ ২০২৩ তারিখ শুরু হয়ে আজ ১৯ মার্চ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে তিন দিন ব্যাপী পার্বত্য বৌদ্ধভিক্ষু সম্মেলন।
আজ রবিবার (১৯) মার্চ দুপুরে বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্টীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে গৌতম বুদ্ধের ধর্মীয় শাসন চিরস্থিতি রাখার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বৌদ্ধ ভিক্ষুসংঘ ও বৌদ্ধ সমাজের শিক্ষা, ঐক্য ও প্রগতির ধারা অধিকতর গতিশীলকরণের লক্ষ্যে পার্বত্য ভিক্ষু পরিষদ বান্দরবানের আয়োজনে তিন দিন ব্যাপী ২য় তম পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২য় তম পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলনের সমাপনী করেন। এসময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি চাকমা সার্কেলের সার্কেল চীফ ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায়, বৌদ্ব কল্যান ট্রাষ্টৈর,ট্রাষ্টি হ্লা থোয়াহ্রী মার্মা,নাইক্ষ্যংছড়ি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আসবা মহাথের,রোয়াংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহার বিহারধ্যক্ষ ভদন্ত উইচান্দা মহাথের,লামার ক্যকতাইং বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পাইন্দা ওয়াইংসা মহাথর,খাগড়াছড়ির রামগড় মহামুনি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত শোভানা মহাথর,বাঙ্গালহালিয়া নাইক্য আগাপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ক্ষেমাচারা মহাথের,রাজস্থলী লংগদু পূর্নবাসন বৌদ্ধ বিহারের মহাথের ভদন্ত ঞানুওরাসহ তিন পার্বত্য জেলা বিভিন্ন বিহারের বিহারাধ্যক্ষরা।
দ্যা মেইল বিডি/এইচএসএস