আরিফুর রহমান, ঝালকাঠি ।।
ঝালকাঠির সুগন্ধা নদীতে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে নলছিটি উপজেলা দপদপিয়া ফেরিঘাট এলাকায় সুগন্ধা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম–পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে বয়স আনুমানিক ৬০ বছর বলে জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠির সুগন্ধা নদীতে লাশ ভেসে আসতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯ কল দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হলেও নাম–ঠিকানা জানা যায়নি। নিহত ব্যক্তির শরীর ফুলে যাওয়ায় ধারণা করা হচ্ছে, তিনি দু–তিন দিন আগে মারা গেছেন। তবে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হবে।