সারাদেশের মত নেত্রকোনা জেলার দুর্গাপুরে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে পৌর শহরের দলীয় কার্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে উপজেলা মহিলা আওয়ামীলীগ।
এতে উপজেলা মহিলা আ.লীগের সভাপতি বাণী তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি তালুকদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক তহুরা আক্তার মনি,ওয়ার্ড আ.লীগের সভাপতি বকল রাণী,ওয়ার্ড আ.লীগের সভাপতি ফাতেমা খাতুন,জবা সরকার প্রমুখ।