নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী এ.এইচ.এম ফিরোজ জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার(১৬ মার্চ) সন্ধায় ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায় স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায় ৭ হাজার ৩’শ ৭৫ ভোট এবং আওয়ামী লীগের সমর্থিত নৌকা ৯ হাজার ৬’শ ২৩ ভোট পেয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ডিমলা সদর ইউনিয়নের মোট ১৬ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী এ এইচ এম ফিরোজ নৌকা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৬’শ ২৩ ভোট ও চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী উৎপল পেয়েছেন ৭ হাজার ৩’শ ৭৫ ভোট।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী এ.এইচ.এম ফিরোজ (নৌকা), উৎপল কুমার সিংহ রায় (স্বতন্ত্র), মজির উদ্দিন (স্বতন্ত্র) ও আমিনুর রহমান (স্বতন্ত্র)।
তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মজিব উদ্দিন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩২৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৭৮৪ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ১৬ টি কেন্দ্রের ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী এ.এইচ.এম ফিরোজ বলেন, আমার বাবা এই ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আমার বাবার মৃত্যুর পর জনগণের অনুরোধে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এ বিজয় ডিমলা ইউনিয়নের প্রতিটি জনগণের। আমার এই জয় আমি পুরো ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলম জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর ছিল।কোথাও তেমন কোন অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাইনি। নির্বাচন সুষ্ঠু হয়েছে।
উল্লেখ্য,সদ্য প্রয়াত আবুল কাশেম সরকার’র মৃত্যুতে বৃহস্পতিবার(১৬ মার্চ)উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৩’শ ৫৯ জন। এরমধ্যে নারী ভোটার ১৮ হাজার ৪৮ জন, পুরুষ ভোটার সংখ্যা ১৮ হাজার ৩ শত ১০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।আজকের নির্বাচনে মোট ভোট পড়েছে ১৮ হাজার ১’শ ১০ টি।