গোপালগঞ্জে বাসের চাপায় মালেকা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত মালেকা বেগম গোবরা গ্রামের আব্দল কুদ্দুস মোল্যার স্ত্রী।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক খান শরিফুল ইসলাম জানিয়েছেন, সকাল ৭টার দিকে ওই বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি।
এ ঘটনার পর সড়কের ওই স্থানে গাছের গুঁড়ি ফেলে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় স্থানীয়রা, পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।