বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলা তিয়শ্রী ইউনিয়নের বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৩।
বুধবার (১৫ ই-মার্চ) দিনব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল হক স্বপন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুজ্জামান তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. অসিত কুমার সরকার সজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান তালুকদার শামীম।
এছাড়াও উপস্থিত ছিলেন, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তার।
সাবেক উপজেলা কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ফখর উদ্দিন, উক্ত প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।