নানা বাড়ি বেড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
যশোরের ঝিকরগাছার গদখালিতে নানা বাড়ি বেড়াতে গিয়ে বজ্রপাতে মোঃ তুহিন ব্যাপারী (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার( ১৫ মার্চ)ভোরে উপজেলার নবীননগর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত তুহিন যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বৌ বাজার এলাকার মোঃ কামাল ব্যাপারীর পুত্র।
নিহতের চাচা মোঃ জাহিদুল ইসলাম ব্যাপারী তার ভাইপো তুহিনের মৃত্যুর বিষয়টা নিশ্চিত করে বলেন,১৫/২০ দিন আগে নবীনগরে তার নানা বাড়ি বেড়াতে যায় । আজ সকালে বজ্রপাতে তুহিনের মৃত্যুর সংবাদ পাই। সংবাদ পেয়ে আমাদের পরিবারের সদস্যরা নবীননগরে গেছে।