আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঝালকাঠি সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ ) সাড়ে ১১টায় কলেজের নতুন ১০ তলা ভবনের হল রুমে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ে অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সহপাঠমূলক কার্যক্রমে উদ্বুদ্ধ করার জন্যই আমাদের এই আয়োজন। আশা করছি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকল ছাত্রদের মানসিক ও স্বাস্থ্যগত বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।