নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫-মার্চ) সকালে ডিমলা থানা পুলিশের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ ব্রিফিং প্যারেড এর আয়োজন করা হয়।
ডিমলা থানার (ওসি-তদন্ত) বিশ্বদেব রায় এর সঞ্চালনায় ও অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান এর সভাপতিত্বে ব্রিফিং প্যারেডে নির্বাচন ডিউটিতে দায়িত্বরত সকল কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশ্যে উপ-নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল মোহাম্মদ সারোয়ার আলম।
এসময় দিকনির্দেশনা মূলক আরও বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ডোমার-ডিমলার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ডিমলা সদর ইউনিয়নের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার।