মৌলভীবাজারে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্য নিত্যপ্রয়োজনীয় পণ্য-সামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দূপুর ২টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীত পার্শ্বে পৌর মার্কেট প্রাঙ্গণে পণ্য-সামগ্রী বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।
মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সহযোগিতায় বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, উপজেলা নির্বাহী অফিসার মো: শরিফ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহিদা সুলতানা প্রমুখ।
আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে জেলায় ৭২ হাজার কার্ডধারী পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য-সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। এ সুবিধার আওতায় উপকারভোগী প্রতি কেজি চিনি ৬০ টাকা, মসুরের ডাল ৭০ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা, ছোলা ৫০ টাকা কেজি ক্রয় করতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্র মতে জানা যায়।

Share.
Leave A Reply

Exit mobile version