সুনামগঞ্জের মধ্যনগরে ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী কে নিয়ে বিরূপ মন্তব্য করে বক্তব্য পরিবেশন করার প্রতিবাদে মুখে কালো কাপর বেঁধে প্রতিবাদ জানিয়ে মৌন মিছিল করেছে বংশীকুন্ডা দঃ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সোমবার (১৩ মার্চ) বিকেল চার টার দিকে বংশীকুন্ডা দঃ ইউনিয়নের হাজারো মানুষের উপস্থিতিতে বংশীকুন্ডা বাজার সহ আশেপাশের বিভিন্ন সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত ৬ মার্চ বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সেখানে উপস্থিত হয়েছিলেন সুনামগঞ্জ ১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন সহ তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর উপজেলার বিভিন্ন স্তরের নেতা কর্মী।এলাকাবাসী দাবি করেন সেই অনুষ্ঠান চলাকালীন সময়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ ও তার স্ত্রী মহিলা নেত্রী সাজেদা আহমেদকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনে’র উপস্থিতিতে নেতা কর্মীরা তাদের বিরুদ্ধে সমালোচনা সহ বিরুপ মন্তব্য করেন।তারই ধারাবাহিকতায় বংশীকুন্ডা দঃ ইউনিয়নের সর্বস্তরের জনগণ সম্বলিত ব্যানারে হাজার হাজার শুভাকাঙ্ক্ষী রাস্তায় নেমে মুখে কালো কাপর বেঁধে বিরুপ মন্তব্যকারীদের বিরুদ্ধে প্রতিবাদস্বরুপ মৌন মিছিল করে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment