এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার চাঞ্চল্যকর শিশু ধর্ষণের চেষ্টা মামলার অন্যতম প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৩, দিনাজপুর ক্যাম্প সুত্র জানায়, সোমবার (১৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানাধীন ধদৈর গ্রামে ভ’ট্টা ক্ষেতে চাঞ্চল্যকর আলোচিত ১০ বছর বয়সী শিশু ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামী দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানাধীন বড়গাঁও এলাকায় অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সোমবার (১৩ মার্চ) সকালে দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানাধীন বড়গাঁও এলাকায় এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে বর্ণিত চাঞ্চল্যকর শিশু ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামী মোঃ জাকির ওরফে জাকারিয়া ইসলাম(৫৫) কে আটক করা হয়। সে বোচাগন্জ উপজেলার ৬নং রনগাঁও ইউনিয়নের খনগাঁও গ্রামের মৃত কোবাদ আলী ওরফে হাকু এর পুত্র।
সুত্র আরো জানায় যে, দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানাধীন শেখরপুর সাকিনস্থ বাদী মোঃ নুর আলম(৪০), পিতা- মোঃ রফিকুল ইসলাম এর ১০(দশ) বছর বয়সী নাবালিকা ভাগিনী (ভিকটিম) তার নানীর সাে ইং ১০/০৩/২০২৩ইং তারিখ দুপুর অনুমান ০২.০৫ ঘটিকার সময় তাদের বসত বাড়ীর দক্ষিণ পার্শ্বের সবজি ক্ষেতে সেচ দিতে যায়। কিছুক্ষন পর ভিকটিমের নানী একা বাড়ীতে চলে আসে। উক্ত সময়ে কাছাকাছি ১টি পেয়াজ ক্ষেতে অবস্থান করা উপরোক্ত ধৃত আসামী এই সুযোগে ভিকটিমের হাত ধরে পার্শ্ববর্তী একটি ভূট্টা ক্ষেতে নিয়ে গিয়ে একই তারিখ দুপুর অনুমানিক ২.৩০ টার সময় ভিকটিমের শরীরের স্পর্শকাতর স্থান সমূহে হাত দেয় এবং জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে।
ভিকটিম তখন চিৎকার দিলে উক্ত আসামী তাকে টাকা দিবে বলে লোভ দেখাইয়া বিষয়টি কাউকে না জানাতে বলে। পরবর্তীতে ভিকটিম বাড়ীতে বিষয়টি জানিয়ে দিলে ভিকটিমের মামা মোঃ নুর আলম(৪০) বাদী হয়ে দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানায় একটি উপরোক্ত ঘটনা সংক্রান্তে মামলা দায়ের করেন। উক্ত ১০(দশ) বছর বয়সী নাবালিকা শিশু ধর্ষণের চেষ্টার ঘটনাটি স্থানীয়ভাবে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে ঘটনার পর হতে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গ্রেফতারকৃত মোঃ জাকির @ জাকারিয়া ইসলাম(৫৫)কে ঘটনার দ্রæততম সময়ের মধ্যে র্যাব কর্তৃক গ্রেফতার করে থানায় হস্তান্তর করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির ওরফে জাকারিয়া ইসলাম(৫৫)কে জিজ্ঞাসাবাদে বর্ণিত ১০ বছর বয়সী নাবালিকা শিশু ধর্ষণের চেষ্টার ঘটনার সহিত তার সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করে। ধৃত আসামীকে বিধিমোতাবেক দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব – ১৩ দিনাজপুর ক্যাম্পের সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
দ্যা মেইল বিডি/এইচএসএস