লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ৩০টি বেহুন্দী জাল ও ৪০ কেজি ছোট চিংড়ি মাছ জব্দ করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে অভিযানের পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট ও মাছগুলো স্থানীয় গরিব-দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন কে এম শাফিউল কিঞ্জল জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার বয়ারচর স্লুইচ গেট এলাকার মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে মাছগুলো জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসীম উদ্দিনের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ও মাছগুলো স্থানীয় গরিব-দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়,জব্দকৃত জালের বাজারমূল্য ১৫ লাখ ১৬ হাজার টাকা বলে জানায় কোস্টগার্ড।

Share.
Leave A Reply

Exit mobile version