নেত্রকোনার বারহাট্টায় মাঠে কাজ করতে গিয়ে রেহান মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার সাহতা ইউনিয়নের হেলুচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।রেহান একই ইউনিয়নের মৃত রজব আলীর ছেলে। নেত্রকোনা বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, বিকেলে দমকা হাওয়াসহ বৃষ্টির মধ্যে নিজ বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন রেহান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।