মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজরুল ইসলাম এর বদলী, নবাগত শিক্ষক মৃন্ময়ী দেবীকে বরণ ও বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সঞ্জয় কান্তি দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। গেষ্ট অব অনার ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞা, জয় কুমার হাজরা। সহকারি শিক্ষক প্রদীপ দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছন্দা বেগম। এছাড়া বক্তব্য রাখেন বিদায়ী সহকারি শিক্ষক নজরুল ইসলাম ও নবাগত শিক্ষক মৃন্ময়ী দেবী রাখী প্রমুখ।
অনুষ্ঠান বৃত্তিপ্রাপ্ত ৬ শিক্ষার্থীদের ক্রেষ্ট ও তাদের অভিভাবককে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশিদ ভূইয়া,সহ-সভাপতি গাজী সালাহউদ্দিন,সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়,সাজিদুর রহমান সাজু,পিন্টু দেবনাথ সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।