গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: আমচাষে ব্যাপকতা সৃষ্টির লক্ষে বাংলাদশর শস্যভান্ডার নাম খ্যাত আম চাষে বিপ্লব ঘটানো নওগাঁর সাপাহার, পোরশা ও পত্নীতলা আমচাষীগনের মধ্যে ঋণবিতরণ কাজের শুভ উদ্বাধন অনুষ্ঠিত হয়েছে।
সোনালী ব্যাংক লি: সাপাহার, পোরশা ও পত্নীতলা শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টায় সোনালী ব্যাংক লি: সাপাহার শাখা কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠান এ ঋণ বিতরণ করা হয়। নওগাঁ জেলার প্রিন্সিপাল অফিসার ডেপুটি জেনারল ম্যানেজার ওলিউজ্জামানের সভাপতিত্ব অনুষ্ঠিত উক্ত ঋণ বিতরণী সভায় প্রধান অতিথি হিসবে উপস্থিত আমচাষীদর উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করেন সোনালী ব্যাংক লি: জেনারল ম্যানেজার অফিস রাজশাহীর জেনারল ম্যানেজার মীর হাসান মাহা: জাহিদ, এসময় অন্যান্যদর মধ্য নওগাঁ প্রিন্সিপাল অফিসার এসিস্ট্যাট জেনারল ম্যানেজার আহসান রেজা,প্রিন্সিপাল অফিসার সাপাহার শাখার মিজানুর রহমান, প্রিন্সিপাল অফিসার স্বপন হাসান, নুর আলম প্রমুখ বক্তব্য প্রদান করন।
বক্তব্য শেষে প্রধান ও বিশেষ অতিথিগণ সাপাহার, পোরশা ও পত্নীতলা উপজেলার ৩১জন আমচাষীদর মাঝে ৮%সুদে সহজ শর্তে ৪৭লক্ষ টাকা ঋণ বিতরণ করেন।
দ্যা মেইল বিডি/এইচএসএস