জয়পুরহাট প্রতিনিধি, ১৪ মার্চ ২৩ ইং
দায়িত্বশীলতার চার পেরিয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে জয়পুরহাটে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) বিকেল ৫ টায় শহরের চিত্রা রোডে ফ্রেন্ড গার্ডেন চাইনিজ রেস্তোরায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দেশ রূপান্তর পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব জয়পুরহাটের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম
আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফারজানা হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের সভাপতি এম সোলায়মান আলী, জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সাবিনা চৌধুরী, জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, প্রেসক্লাব জয়পুরহাটের সভাপতি গোলাম মোস্তফা, জয়পুরহাট প্রেসক্লাবের কোষাধক্ষ্য মাসরেকুল আলম, জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুবক্কর সিদ্দিক, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহিদুল ইসলাম সবুজ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মোমেন মনি, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর খান, বাংলা টিভির জেলা প্রতিনিধি আয়েশা সিদ্দিকা আশা, জয়পুরহাট সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি সোহেল আহমেদ লিও ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সুজন মন্ডল, সুলতান মাহমুদ, আবু রায়হান, মিলন রায়হান, সুজন কুমার মন্ডল, সাগর হোসেন, রাব্বিউল আহম্মেদ রমি, মশিউর রহমান খান, মোফাজ্জল হোসেন বাবু, রাকিব হোসেন, আব্দুর রাজ্জাক সহ জেলার
বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।