মোঃ বাবুল হেসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলায় জুয়ার আসর থেকে তিন জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকৃতরা হলেন- উপজেলার করিমপুর গ্রামের রুমজান আলীর ছেলে জয়নাল আবেদিন৷ (২৮) সুলতান সেখের ছেলে ফিরুজ সেখ (২৭), সেকেন্দার সরদারের ছেলে জামরুল (২৯)
মঙ্গলবার (১৪ মার্চ ) সকালে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাকার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ আল মামুন এ তথ্য জানান।
ডিবি সুত্র জানায়, উপজেলার করিমপুর গ্রামে জুয়ার আসর বসেছে এমন গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ তিন জনকে আটক করা হয়েছে।
পরে তাদের মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।