জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও চিত্রনায়িকা পূজা চেরি প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন একটি সিনেমায়। এর নাম ‘জ্বীন’।
২০১৯ সালের ২৬ আগস্ট সিনেমাটির কাজ শুরু হয়ে শেষ হয়েছে অনেক আগেই।
বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত আর হয়নি। এবার দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছে সজল ও পূজা অভিনীত এই সিনেমাটি। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় অভিনেতা নাদের চৌধুরী। আসন্ন রোজার ঈদে ‘জ্বীন’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ।
তিনি বলেন, সত্য ঘটনার আঁধারে নির্মিত ‘জ্বীন’ সিনেমাটি অনেক প্রতীক্ষিত ও সবার আগ্রহে ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। আশা করি, নতুন জুটির সিনেমাটি সবার ভালো লাগবে।
সজলের সঙ্গে এর আগে শিশুশিল্পী হিসেবে একটি নাটকে অভিনয় করেছিলেন পূজা। তবে এবারই প্রথম নায়িকা চরিত্রে সিনেমায় সজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত তারা।
এতে সজল-পূজা ছাড়াও আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী ও হিরা প্রমুখ।
সাভারের আমিন বাজার, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও বিএফডিসিসহ বিভিন্ন জায়গায় সিনেমাটির শুটিং হয়েছে।
দ্যা মেইল বিডি/এইচএসএস