নীলফামারীর ডিমলায় আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

সোমবার (১৩-মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে উক্ত প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়।

দিবস সমূহের কর্মসূচির মধ্যে ১৬-১৭ মার্চ সন্ধ্যা পর্যন্ত গুরুত্বপূর্ণ সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত এবং বে-সরকারী ভবন/স্থাপনাসমূহে আলোকসজ্জায় সজ্জিত করণ। ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, সায়ত্তশাসিত  এবং বে-সরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টায় উপজেলা বিজয় চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পনসহ দিন ব্যাপীর কর্মসূচির রেজুলেশনের আলোকে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দীকা, মুক্তিযুদ্ধা সংসদ কমান্ড এর সাবেক কমান্ডার সামছুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, ডিমলা মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খায়রুল আলম, সাংবাদিক জাহাঙ্গীর রেজাসহ উপজেলা পরিষদের প্রতিটি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version