মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) বরগুনা জেলা শাখা। পরে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (১৩ মার্চ) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বর সড়কের পাশে জেলার ৬ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি মো. বশির উদ্দিন সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান শিক্ষক তপন চন্দ্র মিস্ত্রি, হারুন অর রশিদ, সোহেলী পারভিন ও তরিকুল ইসলাম রেজাসহ জেলার সব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।