দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ঝালকাঠির নলছিটি উপজেলা পৌর শ্রমিকদলের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শ্রমিকদলের অফিস কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা।

লিখিত অভিযোগে তারা জানান,সম্প্রতি নলছিটি পৌর শ্রমিক দলের নামে একটি টাকার বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে, যা আমাদের মতো ত্যাগী নেতাকর্মীদের সম্পূর্ণভাবে উপেক্ষা করে গোপনে এবং অগণতান্ত্রিকভাবে গঠিত হয়েছে।
এই তথাকথিত কমিটিতে স্থান পেয়েছে এমন সব ব্যক্তি, যারা বিগত ১৫-১৭ বছরের রাজনৈতিক দুর্দিনে কোথাও ছিলেন না, রাজপথে একদিনও আন্দোলনে অংশ নেয়নি, বরং কিছু সুবিধাবাদী ও সুযোগসন্ধানী হিসেবে পরিচিত। আর যারা জীবনের ঝুঁকি নিয়ে মামলার আসামি হয়ে দলের পতাকা ধরে রেখেছে মোঃ জামাল খান, সদ্য সাবেক সাধারন সম্পাদক তিনি বিগত স্বৈরাচার সরকারের আমলে ৪ টি রাজনৈতিক মামলার আসামী। এবং মোঃ ইদ্রিস মাঝি, সদ্য সাবেক যুগ্ম সাধারন সম্পাদক-তাদেরকে কোনো কারণ ছাড়াই কমিটি থেকে বাদ দেয়া হয়েছে।আমরা মনে করি, এই কমিটি দলীয় আদর্শ, শ্রমিক রাজনীতির নীতি এবং সংগঠন পরিচালনার চেতনাকে ধ্বংস করার সামিল। এটা শুধু ত্যাগীদের অপমান নয়, এটা পুরো জেলা ও কেন্দ্রীয় শ্রমিক দলের ভাবমূর্তিকে কলঙ্কিত করার মতো একটি অপচেষ্টা।

তারা সংবাদ সম্মেলনে দাবি জানান,
পকেট কমিটি অবিলম্বে বাতিল করতে হবে।ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে গণতান্ত্রিকভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।পকেট কমিটির মাধ্যমে সংগঠন ধ্বংসের ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তারা আরও জানান,যদি দ্রুত এই কমিটি বাতিল না করা হয় তাহলে গণসংযোগ, মানববন্ধন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে স্মারকলিপি প্রদানসহ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version