বরগুনায় আমতলীতে ২০ জেলের মাঝে ৪০টি ছাগল ও ছাগল পালনের ২০টি ঘর, ২০ বস্তা দানাদার খাবার, কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
আজ সোমবার(১৩ মার্চ) সকাল ১০ টায় হলদিয়া, চাওড়া, আঠারগাছিয়া, আরপাঙ্গাশিয়া, কুকুয়া, আমতলী সদর, গুলিশাখালী ও আমলতী পৌরসভার জেলের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়।
ছাগল বিতরণের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম।
দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় আমতলী উপজেলা মৎস্য অফিস তাদের কর্যালয়ের সামনে এ ছাগল বিতরণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন ও মেরিন ফিসারিজ কর্মকর্তা এসএম ফারাহ।