লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভা হয়। পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লেরেজওয়ানুল হক বিপ্লব, সাবেক মেয়র কশিরুল আলম, পীরগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বদরুল হুদা, সহযোগী অধ্যাপক একরামুল হক, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কবিরুজ্জামান রিচার্ড, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নূরনবী চঞ্চল সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ ও ২৬ এপ্রিল দু’দিন ব্যাপী বিদ্যালয়ের শতবর্ষ এ্যালামনাই উদযাপন করা হবে এবং সে লক্ষ্যে ১০ এপ্রিলের মধ্যে প্রাক্তন শিক্ষার্থীদের অন লাইনে রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
দ্যা মেইল বিডি/এইচএসএস