চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এদিকে আগুন লাগার ৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট অনেক চেষ্টা চালালেও পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা বাইপাস রোড সংলগ্ন হিঙ্গিরি পাড়া এলাকায় এস এল গ্রুপের মালিকানাধীন তুলার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, তুলার গোডাউনে আগুনের খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে যেহেতু এটি তুলার গোডাউন তাই আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগছে। তবে আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে আসছে। তুলা না সরানো পর্যন্ত আগুন নেভানো সম্ভব হবে না। তবে ভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানায়, সকালে তুলার গুদামে মেরামতের কাজ করছিলেন শ্রমিকরা। গ্যাস সিলিন্ডার দিয়ে কাটিংয়ের কাজ করার সময় আগুনের স্ফুলিঙ্গ তুলার ওপরে পড়ে। এতে গুদামে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, তুলার গুদামে স্ক্র্যাপ লোহা গ্যাস দিয়ে কাটার সময় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আর অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে এই গুদাম। সরকারি কোনো অনুমোদনও ছিল না।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, তুলার গুদাম যেভাবে হওয়ার কথা সেভাবে করা হয়নি। টিনের চাল থেকে রোদের উত্তাপে তুলায় আগুন ধরার সম্ভাবনা ছিলো। আর এই গুদাম নির্মাণে কোনো নিয়ম মানেনি মালিকপক্ষ। গ্যাস কাটার দিয়ে স্ক্র্যাপ লোহা কাটা হচ্ছিল। ওই গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
দ্যা মেইল বিডি/এইচএসএস