মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি হাট- বাজারের শৃংখলা ফিরানো সহ নানাবিদ সমস্য সমাধানের লক্ষ্যে ব্যবসায়ী,সুশীল সমাজ ও পৌর সভার সাধারণ নাগরিকদের নিয়ে স্মার্ট পৌরসভা গঠন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পাঁচবিবি পৌর সভার আয়োজনে শনিবার বিকেল সাড়ে ৪ টায় পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ভাষা সৈনিক মির শহীদ মন্ডল পৌর কিচেন মার্কেট চত্ত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, নাগরিক কমিটির আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মাহাবুবুর রহমান টুকু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাঁচবিবি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবাইদুর রহমান, পৌর প্যানেল মেয়র নুর হোসেন, মোশাঈদ আল আমিন সাদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, ৮ নং ওযার্ড কাউন্সিলর মুনসুর রহমান, ৪ নং পৌর কাউন্সিলর মামুন ফকির, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেশমা আক্তার আর্নি, শামীমা সুলতানা শিতল সহ আরো অনেকে।
এ মতবিনিময় সভায় পৌরসভার ব্যবসায়ী ক্রেতা-বিক্রেতা, কৃষক ইজারাদার, আদায়কারী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা পৌরসভার হাট-বাজারের টোল আদায়ের অনিয়ম, যত্রতত্র ভ্যান-রিক্সা অটোভ্যান পার্কিংএর কারণে সাধারণ মানুষের চলাচলের প্রতিবন্ধকতাসহ বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা করেন। শেষে পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব উত্থাপিত সমস্যা গুলো সমাধানে পৌরসভা কৃর্তক কমিটি গঠনের মাধ্যমে দ্রুত্র সমাধানের আশ্বাস প্রদান করেন।