স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময় এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ডে সচেতনতা বিষয়ক মহড়া এবং আলোচনা অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলা প্রশাসন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এবং বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবি এর উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুফল চন্দ্র গোলদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোস্তফা গোলাম কবির। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাথরঘাটা থানার ওসি তদন্ত সাইফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি.এম শাহ্ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক আমিন সোহেল, সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রী। এছাড়াও সিপিপি , সিসিআরসি ও যুব সংগঠনসহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে।

Share.
Leave A Reply

Exit mobile version