স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময় এমন প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলা প্রশাসন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা থানার ওসি তদন্ত সাইফজ্জামান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি.এম শাহ্ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক আমিন সোহেল, সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রি। এছাড়াও সিপিপি , যুব রেট কিসেন্ট সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।