সুনামগঞ্জ প্রতিনিধি:
‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় র্যালী ও আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে একটি র্যালী বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ ও ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তারা।