মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজলার বাগজানা ইউনিয়নের বসুন্ধরা গ্রামের (রেল স্টেশন সংলগ্ন পাড়া) কুলির সর্দার আবু কালামের একটি গাভি প্রসব করলে নাক বিহীন এক চোখ বিশিষ্ট এক অদ্ভুত আকারের বাছুর জম্ম দিয়েছে।
বুধবার (রাত ৪টার দিকে) রাতে তার গাভীটি প্রসব করলে এমন অদ্ভুত আকৃতিটির বাছুরটি দেখা যায়। বাছুরটির পা এবং শরীরের গঠন ঠিক থাকলেও কপালে ১টি বড় আকৃতির চোখ রয়েছে। কিন্তুু সাধারণ গরুর মত নাক নেই। এদিকে অদ্ভুত আকৃতির এই বাছুরটির খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকার উৎসুক শত শত নারী পুরুষ তার বাড়ীতে ভিড় জমাচ্ছে। এ রিপাট লেখা পর্যন্ত বাছুরটি জীবিত আছে।
তবে গরুর মালিক কালাম জানায়, বাছুরটি জীবিত থাকার সম্ভনা কম। নাক না থাকায় মুখ দিয়ে নিঃস্বাস নিচ্ছে। আর চিৎকার করলে পশুর মত শব্দ না হয়ে অদ্ভুত শোনা যাচ্ছে।