মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে মোস্তাক আহম্মেদ নামের এক কৃষকের দুই বিঘা জমির সরিষা সহ বসতবাড়ীর ৪টি ঘরের টিনের ছাউনি ও আসবাব পত্র আগুনে পুড়ে ছারখার হয়েছে। এতে ঐ কৃষকের প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ৬ মার্চ সোমবার দিবাগত রাতে উপজেলা ছিট মানিক গ্রামে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন করেন। মোস্তাক ঐ গ্রামের মৃত মছের আলীর ছেলে।
প্রতিবেশি ও মোস্তাকের পরিবারের সদস্যরা জানায়, সোমবার দিবাগত রাতে ঘুমিয়ে গেলে রাত আনুমানিক ১২টার সময় বাড়ীর বাহিরে রাখা দুই বিঘা জমির সরিষার পালায় কে বা কাহারা আগুন লেগে দেয়। এ ঘটনায় মোস্তাকে মা টের পেয়ে চিৎকার করে সকলকে জানালে তারা সেই আগুন নেভাতে চেষ্টা করে। কিন্ত সেই আগুন বসত বাড়ীতে ছড়িয়ে মহুর্তের মধ্যে সব ঘরের টিনে লেগে পুড়ে ছাড়খার হয়ে যায়। পড়ে গ্রামবাসী ও খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে তার আগেই সমস্ত সরিষা, ঘরের টিন, ফ্রিজ আসবাব পত্রনসহ ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
পাঁচবিবি ফায়ার ষ্টেশনের ইন্সপেক্টর রতন জানান, খবর পেয়ে একটি ইউনিট গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করেন। তবে আগুন লাগার সঠিক কারন জানা যায়নি। রাতেই পাঁচবিবি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।