মদনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত ও বীর নিবাসের চাবি হস্তান্তর
মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণকে স্মরণ করে আজ মঙ্গলবার নেত্রকোনার মদন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আর গভীর ভালোবাসায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গনে সকাল ৯ টা ৩০ মিনিটে সকল মুক্তিযোদ্ধারা জাতির পিতা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সকাল ১০ ঘটিকায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে উপজেলার পাবলিক হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে মদন উপজেলায় ৭জন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে। তারা হলেন মোতার হোসেন, কোর্ড বিল্ডিং ফজলুর রহমান, জয়পাশা জালাল উদ্দিন, চাঁদগাও নুরুল ইসলাম, নায়েকপুর মনোয়ার হোসেন, এমদাদপুর ফজলুর রহমান ,নায়েকপুর আবুল কাশেম, কাপাসাটিয়া উপজেলা নির্বাহী অফিসার তানজিনা শাহরীন আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (মাস্টার), সহকারী কমিশনার ভূমি মোঃ শাহানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুরুল হুদা খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুর রহমান, ওসি তাওহীদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, সাবেক কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার, বীর মুক্তিযুদ্ধা গাজী ফেরদৌস সাবেক জেলা পরিষদ সদস্য আয়েশা আক্তার প্রমুখ।
ছবি সংযুক্তঃ