টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে নাগরপুর উপজেলা প্রশাসন উপজেলা ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার পর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য আলোচনা সভা,কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভুমি) মো.ইকবাল হোসেন,উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুর ইসলাম,নাগরপুর থানা অফিসার ইনচার্জ(ওসি)মো.সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস মহিলা ছামিনা বেগম শিপ্রা,উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, বীর মুক্তিযোদ্ধা নিরেন্দ্রনাথ পোদ্দার,বীর মুক্তিযোদ্ধা মোকাদেছ আলী,নাগরপুর মহিলা কলেজ অধ্যক্ষ মো.আনিছুর রহমান,সরকারি যদুনাথ মডেল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।