তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে দিনভর নানা আনুষ্ঠানিকতায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন, জেলা প্রসাশক, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, পৌরসভা, সদর উপজেলা আওয়ামীলীগসহ সংগঠন ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। পরক্ষনে জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে জয় বাংলা বাইসাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব প্রমুখ। জয়বাংলা বাইসাকেল শোভাযাত্রাটি শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এদিকে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রেসকোর্স ময়দানে দেয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন সকাল থেকে ভ্রাম্যমান গাড়িতে করে পুরো শহরে প্রচারের মাধ্যমে প্রচারণা করা হয়।
Share.
Leave A Reply

Exit mobile version