কটিয়াদীতে ৭ই মার্চের আলোচনাসভা ও দোয়া মাহফিল মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃকিশোরগঞ্জের কটিয়াদীতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনাসভা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে কটিয়াদী উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মঈনুর রহমান মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভুমি)তামারা তাসবিহা,কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ,বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম মাষ্টার উপজেলা আওয়ামীলীগের সাংগঠিনক সম্পাদক বোরহান উদ্দিন, কটিয়াদী কলেজের সাবেক ভিপি বাবু দুলাল বর্মন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,বিদ্যালয়ের শিক্ষক,ছাত্রছাত্রী,অভিভাবকসহ বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।