অভয়নগরের শিল্প বাণিজ্য ও বন্দও নগরী নওয়াপাড়ায় এন আর বি ব্যাংকের ১৪তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় নওয়াপাড়া বাজারের এলবি টাওয়ারের প্রথমতলায় এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া সার খাদ্য শস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, এন আর বি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার অলি আহাদ, শাখা ম্যানেজার শাহেদ শরিফ, সরকার গ্রুপের ডিরেক্টর সাইদ সরকার, আই এফ সি ব্যাংকের ম্যানেজার মিজানুর রহমানসহ নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।