ময়মনসিংহের গৌরীপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর এমআইএস চালাকালীন সময় ভোক্তাদের কাছে অর্থ দাবির অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় ইউপি সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে বরখাস্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন সোমবার (৬ মার্চ) সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করে জানান- আবু বক্কর সিদ্দিক ২নং গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য।
জানা গেছে- গত বছর সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর এমআইএস চলাকালীন সময়ে স্থানীয় ভোক্তাদের কাছে টাকা দাবি করেন ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক। এ ঘটনায় ভোক্তাদের অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ৯ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে তাকে সাময়িক বহিস্কার করে।
দ্য মেইল বিডি/এইচএসএস