চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের ১৪-১৫ সেশন থেকে পড়াশোনা শেষ করে নিজ বিভাগেই প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন সাদেকা তামান্না নিপা। যেখান থেকে পড়াশোনা শেষ করেছেন সেখানেই শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত চবির এ ছাত্রী। তিনি আশা প্রকাশ করেছেন আদর্শ শিক্ষিক হওয়ার।
বিশ্ববিদ্যালয়টির নব নিযুক্ত শিক্ষিকা সাদেকা তামান্না নিপার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা। তার বাবা মো. আব্দুল হাইও একজন শিক্ষক। তিনি কলমাকান্দা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপনা করছেন। আজ রবিবার চবি নৃবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদানের কথা রয়েছে নিপার।
নিজ বিভাগে পড়াশোনা শেষ করে নিজ বিভাগেই নিয়োগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নিপা বলেন, আমি একজন আদর্শ শিক্ষিকা হতে চাই। শিক্ষার্থীদের মাঝে নিজের অর্জিত জ্ঞানের সর্বোচ্চ প্রয়োগ করার চেষ্টা করবো। সুযোগ পেলে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজের শিক্ষকতার পদার্পন রাখতে চাই।
তিনি বলেন, বিষয়টি আমার কাছে অতি আনন্দের। নিজের ক্যাম্পাসে এবং নিজের ডিপার্টমেন্টে কর্মজীবন শুরু করতে পারায় কাজটা আমার জন্য সহজ হবে। আমার ডিপার্টমেন্টের সমস্যা-সম্ভাবনাগুলো আমার জানা আছে। নিয়োগের পর আমি এগুলো নিয়ে কাজ শুরু করবো। আমার এ সাফল্যের জন্য বাবা-মাসহ সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা।