ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের নতুন এক রেকর্ড গড়েছেন।
ফরাসি লিগ ‘আ’র ম্যাচে নঁতেকে ৪-২ গোলে হারানোর পথে রেকর্ডটি গড়েছেন এ ফরাসি তারকা।
ঘরের মাঠে যোগ করা সময়ে রেকর্ড গড়া গোলটি করেছেন এমবাপ্পে। পিএসজির হয়ে এটি এমবাপ্পের ২০১তম গোল।
মার্শেইয়ের বিপক্ষে আগের ম্যাচেই ২০০তম গোলটি করে পিএসজির সর্বোচ্চ গোলদাতার তালিকায় এডিনসন কাভানির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন এই ফরোয়ার্ড।
শনিবার রাতের গোলে তিনি টপকে গেছেন উরুগুইয়ান স্ট্রাইকারকে। এ মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন এমবাপ্প।
গোল করা এবং করানো দুদিক থেকেই দলে অবদান রেখে চলেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে এমবাপ্পের গোল সংখ্যা এখন পর্যন্ত ৩০, আর সহায়তা করেছেন ৮ গোলে।
২০১৭ সালে পিএসজিতে নাম লেখানো এমবাপ্পে গোলের রেকর্ড গড়ার পাশাপাশি চার লিগ শিরোপা জিতেছে।
প্যারিসে কাল নিজেদের মাঠে ১২ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন লিওনেল মেসি। ৫ মিনিট পর আত্মঘাতী গোলে ব্যবধান ২-০ করে পিএসজি। তবে ঘুরে দাঁড়াতে খুব বেশি দেরি করেনি নঁতে। ৩১ ও ৩৮ মিনিটে গোল করে সমতা ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন অতিথিরা। সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।