মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

যুব গেমসে পাঁচ পদকধারীর সাথে সৌজন্য সাক্ষাত

যা যা মিস করেছেন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যুব গেমসে পাঁচ পদকধারীর সাথে সৌজন্য সাক্ষাত

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে যশোর জেলার ৫ পদকধারী খেলোয়াড়ের সাথে যশোর জেলার জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান সৌজন্য সাক্ষাত করেছেন।
আজ রবিবার (৫ মার্চ) বিকাল পাঁচটায় জেলা প্রশাসক কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

যশোর জেলা থেকে যুব গেমসে পদকধারীরা হলেন-সুমাইয়া শিকদার ইলা(জুড়ো, রৌপ্য পদক), কৃষ্ণা অধিকারী, (জুডো, তাম্র) মো: ইয়ামিন ইসলাম তামিম (কুস্তিতে স্বর্ন) আরিফুল ইসলাম মেহেদী (কুস্তিতে (রৌপ্য)।
সাক্ষাতকালে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃদ ছাড়াও উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব শহিদুল ইসলাম মিলন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশীদ, সিনিয়র সাংবাদিক প্রণব দাস, রাজনৈতিক কর্মী ও অভিভাবক খবির শিকদারসহ যুব গেমসে অংশ নেওয়া আয়েশা মনিও উপস্থিত ছিলেন।

এসময় খেলোয়াররা তাদের জয়ের অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা ও আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক খেলোয়ারদের কথা ধৈর্য্য সহকারে শোনেন এবং সমস্যা সমাধানের-আশ্বাস দেন।

More articles

সর্বশেষ